Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৬ আগস্ট, ২০২১ ০৯:৫৯ পূর্বাহ্ণ

এমিল ডুর্খেইমের আত্মকেন্দ্রিক আত্মহত্যা সম্পর্কিত তত্ত্ব ।
img
Mansura Akter

প্রভাষক

ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যকার সংহতির যখন দুর্বল হয়ে পড়ে ও ব্যক্তি নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন মনে করে তখন আত্মকেন্দ্রিক আত্মহত্যা সংঘটিত হয়। ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ বৃদ্ধি ও গোষ্ঠী বন্ধন শিথিল হয়ে পড়লে এজাতীয় আত্মহত্যা বৃদ্ধি পায়।এক্ষেত্রে গোষ্ঠীস্বার্থ অপেক্ষা ব্যক্তিস্বার্থ মুখ্য হয়ে ওঠে। যে সমাজে সংহতি কম থাকবে আত্মকেন্দ্রিক আত্মহত্যার প্রবণতা সেই সমাজে বেশি হবে। ডুরখেইম পরিসংখ্যান এর মাধ্যমে দেখান যে ,বিবাহিতদের চেয়ে অবিবাহিত দের মধ্যে ,মহিলাদের চেয়ে পুরুষদের মধ্যে, গ্রামবাসীদের চেয়ে নগরবাসীদের মধ্যে , ক্যাথলিকদের চেয়ে প্রোটেস্ট্যান্ট দের মধ্যে আত্মকেন্দ্রিক আত্মহত্যার হার বেশি। এর কারণ হচ্ছে সামাজিক সংহতি।

 

আরো দেখুন