Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৬ আগস্ট, ২০২১ ০৩:৪৮ অপরাহ্ণ

ম্যাক্স ওয়েবারের আদর্শ নমুনা।
img
Mansura Akter

প্রভাষক

ম্যাক্স ওয়েবারের সমাজ বিশ্লেষণের পদ্ধতি হল আদর্শ নমুনা। কোন সামাজিক প্রপঞ্চ বা ঐতিহাসিক সত্তাকে জানতে হলে বা বিশ্লেষণ করতে হলে তার আদর্শ নমুনা তৈরি করতে হবে। আর এ  নমুনা তৈরীর জন্য বিজ্ঞানীকে অন্তর্দৃষ্টির আশ্রয় নিতে হবে। একটি প্রপঞ্চের সাধারণ বৈশিষ্ট্য ও যৌক্তিকতাকে আদর্শ ধরে নিয়ে অন্য প্রপঞ্চকে তার সাথে মিল বা অমিলের  ভিত্তিতে বিবেচনা করতে হবে। ম্যাক্স ওয়েবারের “আদর্শ নমুনা” সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে এক স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি ও পদ্ধতির প্রবর্তন।তিনি আমলাতন্ত্র, পুঁজিবাদ, কর্তৃত্ব ইত্যাদিকে “আদর্শ নমুনা” তত্ত্বের ভিত্তিতে বিশ্লেষণ করেছেন।

 

আরো দেখুন