Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৬ আগস্ট, ২০২১ ০৩:৫৮ অপরাহ্ণ

ম্যাক্স ওয়েবারের কর্তৃত্ব।
img
Mansura Akter

প্রভাষক

ওয়েবার ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করেন। তার মতে, ক্ষমতা যখন সমাজে স্বীকৃত, বৈধ হিসেবে বিবেচিত হয় তখন তা কর্তৃত্বে পরিণত হয়। তিনি কর্তৃত্বকে প্রধানত তিন ভাগে বিভক্ত করেন, যথা-যৌক্তিক কর্তৃত্ব, ঐন্দ্রজালিক কর্তৃত্ব এবং ঐতিহ্যবাহী কর্তৃত্ব। তার মতে, যৌক্তিক বা আইনগত কর্তৃত্বের ভিত্তি হলো মানবিক আইন। অন্য কথায় প্রতিষ্ঠিত আইন কাঠামোর মধ্যে অবস্থিত পদসোপানভিত্তিক ক্ষমতাকেই এরূপ কর্তৃত্ব বলে।এ ধরণের কর্তৃত্ব আধুনিক ও শিল্পায়িত সমাজের বৈশিষ্ট্য। অন্যদিকে, ঐন্দ্রজালিক কর্তৃত্ব হলো সেইকর্তৃত্বে যা ব্যাক্তির অসাধারণ গুণাবলী, আবেগ আপ্লুত মনোভঙ্গি, বীরত্ব ও স্মরণীয় চারিত্রিক দৃঢ়তার ওপর প্রতিষ্ঠিত। ওয়েবারের মতে, এ ধরনের কর্তৃত্ব প্রাক-শিল্প সমাজের বৈশিষ্ট্য বহন করে আর ঐতিহ্যবাহী কর্তৃত্বের উৎস হল সনাতন নিয়ম,রীতি_নীতি ও পদ্ধতির প্রতি শ্রদ্ধাশীল মনোভাব।

 

আরো দেখুন