Loading..

উদ্ভাবনের গল্প

১৬ আগস্ট, ২০২১ ০৭:১৫ অপরাহ্ণ

আমার বিদ্যালয়ের শহিদ দিবস পালন

প্রতিবছর শহিদ দিবস  উপলক্ষে  আমরা শিক্ষক  ও ছাত্র ছাত্রীরা সম্মিলিত  অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গনে একটি  শহিদ  মিনার  নির্মাণ করি।ভোর হতে না হতেই  সকল শিক্ষার্থীরা এবং এলাকার  স্থানীয়  লোকজন ফুল নিয়ে শহিদদের শ্রদ্ধা জানানোর জন্য  খালি পায়ে  হাজির হয়।পুষ্পাঞ্জলি  অর্পন শেষ  হলে আমরা ক্যাচমেন্ট এলাকায় একটি  র ্যালি করি।র ্যালি শেষে আলোচনা  ও বিভিন্ন  সাংস্কৃতিক  প্রতিযোগিতার আয়োজন  করা  হয়।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত  করা হয়।এতে করে  আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন  জাতীয়  দিবসগুলো সম্পর্কে  ধারণা লাভ করে। বাংলায় ঘটে  যাওয়া অধিকার  আদায়ের  আন্দোলন গুলো হৃদয়ে  ধারণ  করে, দেশপ্রেমে উদ্ভুদ্ধ  হয় সাথে  সৃজনশীলতার বিকাশ  ঘটে।