
প্রভাষক

১৭ আগস্ট, ২০২১ ০৩:৪৬ অপরাহ্ণ
প্রভাষক
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ দ্বিতীয়
অধ্যায়ঃ প্রথম অধ্যায়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে ৭ মার্চের ভাষন প্রতিযোগীতায় ক - গ্রুপে ২য় স্থান অর্জন করেন মুক্ত দেবনাথ,২য় শ্রেণি, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রধান অতিথিঃ জনাব মি: জুয়েল আরেং, মাননীয় সাংসদ সদস্য,১৪৬ ময়মনসিংহ -০১(ধোবাউড়া-হালুয়াঘাট)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডেবিড রানা চিসিম, চেয়ারম্যান উপজেলা পরিষদ,ধোবাউড়া,ময়মনসিংহ।
সভাপতিত্ব করেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব রাফিকুজ্জামান।
স্থান : উপজেলা হলরুম ,ধোবাউড়া, ময়মনসিংহ।