
সহকারী শিক্ষক
২০ আগস্ট, ২০২১ ০৩:২৯ অপরাহ্ণ
সহকারী শিক্ষক
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ দশম
বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং
অধ্যায়ঃ একাদশ অধ্যায়
অটোমেটেড টেলার মেশিন বা অটোমেটিক টেলারমেশিন (এটিএম), একটি ইলেকট্রনিক টেলিযোগাযোগ ডিভাইস যা কোন কেরানি বা ব্যাংক টেলার বা কোষাধ্যক্ষের প্রয়োজন ছাড়াই কোন আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের আর্থিক লেনদেন বিশেষ করে নগদ টাকা তোলার কাজ সম্পাদন করতে সক্ষম।
এই যন্ত্রের ধারণা প্রথম স্কটল্যান্ডের অধিবাসী জন শেফার্ড ব্যারনের ভাবনাতে আসে। চকলেট ভেন্ডিং মেশিন (চকলেট বিক্রি কারার স্বয়ংক্রিয় যন্ত্র) দেখেই তিনি এটিএম তৈরি করার কথা ভাবেন। ১৯৬৭ সালের ২৭ জুন লন্ডনে বার্কলেস ব্যাংকের এনফিল্ড শাখায় প্রথম এটিএম স্থাপন করা হয়। মেশিনটি পিন (পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার) নম্বরের ভিত্তিতে কাজ করতো। আরো কিছু যোগ করে বলা যেতে পারে ব্যাংকিং লেনদেনকে আরো সহজ করার জন্য এটিএম এর পাশাপাশি এখন সি আর এম (ক্যাশ রিসাইকেল মেশিন এসেছে। যার সাহায্যে টাকা উত্তোলন ছাড়াও জমা দেয়া যাবে। দিন দিন এই মেশিনের ব্যবহার বাড়ছে। বাংলাদেশে দিন দিন এটিএম এর সংখ্যা বাড়ছে। যেভাবে কাজ করে এটিএম মেশিন - প্রথমে আমরা কার্ড প্রবেশ করার পর পিন নাম্বার চাপতে হয়। তারপর পিন নাম্বার আইডেন্টিটি চেক হবার পর তার রিকুয়েস্ট ব্যাংকের এটিএম এর সুইচে যায়। তারপর সেখান থেকে ভেরিফাই হলে একাউন্ট এর টাকা উত্তোলন করা যায়। এই প্রক্রিয়া মাত্র কয়েক ন্যানো সেকেন্ড এর মধ্যেই সম্পন্ন হয় আর গ্রাহক টাকা পায়।