Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২০ আগস্ট, ২০২১ ০৬:৫৪ অপরাহ্ণ

সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য।
img
Mansura Akter

প্রভাষক

১. সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল। পক্ষান্তরে সম্প্রদায় নির্দিষ্ট এলাকায় বসবাসকারী সাধারণ জীবন যাত্রার অংশীদারি জনগোষ্ঠী।

২. সমাজের নির্দিষ্ট এলাকায়  থাকা অপরিহার্য নয় । সম্প্রদায়ের ক্ষেত্রে বসবাসের জন্য নির্দিষ্ট অঞ্চলে থাকা জরুরি।

৩. সমাজের ক্ষেত্রে সম্প্রদায়গত চেতনা বিদ্যমান থাকতে পারে, আবার না-ও থাকতে পারে। সম্প্রদায়গত চেতনা ছাড়া সম্প্রদায়  সম্ভব নয় ।

৪. সমাজ অপেক্ষাকৃত বৃহৎ। সমাজের মধ্যে একের অধিক সম্প্রদায়ের অস্তিত্ব থাকতে পারে। সম্প্রদায়  সমাজের চেয়ে তুলনামূলকভাবে আকারে ছোট।

৫. সমাজে অভিন্নতা ও বিভিন্নতা দুই বিদ্যমান। সম্প্রদায়ে বিভিন্নতার চেয়ে অভিন্নতা অধিক গুরুত্বপূর্ণ।

৬. সমাজ হলো সম্প্রদায়ের পূর্ববর্তী ধাপ। সম্প্রদায়  হল সমাজের পরবর্তী ধাপ।

৭. সমাজ হলো একটি সামগ্রিক বিষয়। সম্প্রদায়  হলো তার অংশবিশেষ।

 

 

আরো দেখুন