Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২১ আগস্ট, ২০২১ ১১:৫৮ অপরাহ্ণ

অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স এর প্রশিক্ষকবৃন্দের বিশেষ আলোচনা সভা

অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স এর প্রশিক্ষকবৃন্দের বিশেষ আলোচনা সভা

সকালঃ ১০ ঘটিকা, ২০আগস্ট-২০২১

 

শিক্ষা মন্ত্রণালয়,

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ,

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই)বোর্ড বাজারগাজীপুর

 

মাদ্রাসা শিক্ষকগণের (সহকারী মৌলভীআরবি প্রভাষক ও সহকারি অধ্যাপক) জন্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়ে আসছে নতুন আঙ্গিকে ও সুনামের সাথে। ইতি মধ্যে ৩ (তিন) টি কোর্স অত্যন্ত উৎসাহ উদ্দিপনার মাধ্যমে শেষ হয়েছে। চলমান ৬ (ছয়) টি কোর্স এর মধ্যে ৩ (তিন) টি সহকারী মৌলভীগণের ও ৩ (তিন) টি আরবি প্রভাষক ও সহকারি অধ্যাপকগণের যা আগামী ২৫ শে আগস্ট-২০২১ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ প্রশিক্ষণ খুব উপভোগ্য ও মানসম্মত হচ্ছে বলে প্রশিক্ষণার্থী শিক্ষকশিক্ষিকাগণ মন্তব্য করছেন। তাঁরা শ্রেণিকক্ষে আরবি ভাষার মাধ্যমে পাঠদান পরিচালনা করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। একদিন সারা বাংলাদেশের মাদ্রাসাগুলোতে আরবি বিষয়গুলো আরবি ভাষার মাধ্যমে সুন্দর ও সাবলিলভাবে পাঠদান পারিচালিত হবে বলে আমরা বিশ্বাস করি ও সে লক্ষে আমরা নিরলসভাবে কাজ করে চলেছি। সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও আল্লাহ তাআলার অশেষ কৃপায় একদিন ঠিকই কাংখিত লক্ষে পৌঁছবে এই কাফেলা ইনশাআল্লাহ।

 

অকৃত্রিম শ্রদ্ধা ও ভক্তিভরে স্বরণ করছি “অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স” এর স্বপ্নদ্রষ্টা ও শিক্ষাণুরাগী জনাব মোঃ আমিনুল ইসলাম খান স্যার, মাননীয় সচিব মহোদয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় যাঁর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আরেকধাপ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাঁকে উত্তম প্রদিদান দান করুন।

 

অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বরণ করছি “অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স” এর সম্মানিত কোর্স পরিচালক, জনাব মোঃ মাকসুদুর রহমান স্যারসাবেক জয়েন্ট সেক্রেটারিশিক্ষা মন্ত্রণালয়। যাঁর অদম্য ইচ্ছা শক্তি, অকৃত্রিম আন্তরিকতা ও নিপুনতার মাধ্যমে কোর্স ডিজাইন করে থাকেন যা যুগান্তকারী ফলপ্রসূ পদক্ষেপ হিসাবে ইতিমধ্যে সংশ্লিষ্ট সকলের অন্তরে রেখাপাত করতে সক্ষম হয়েছেন। ”আরবি ভাষাই হবে শ্রেণিকক্ষের একমাত্র ভাষা” এই স্বপ্নকে ধারণ করে সারা বাংলাদেশের একঝাঁক চৌকস শিক্ষককে নিয়ে যাত্রা শুরু করেছেন। আল্লাহ তাআলা তাঁকে উত্তম প্রদিদান দান করুন। তিনি যে পদক্ষেপ গ্রহন করেছেন তা যেন দ্রুত সময়ের মধ্যে রুপ দিতে পারেন।

 

অজস্র শ্রদ্ধার সাথে স্বরণ করছি “অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স” এর সম্মানিত কোর্স সমন্বয়কদ্বয় জনাব মাহমুদুল হক স্যারসহযোগী অধ্যাপকবিএমটিটিআই ও জনাব ড. মুসলেহ উদ্দিন স্যারসহকারি অধ্যাপকবিএমটিটিআই। যাঁরা বাংলাদেশে আরবি ভাষাকে প্রতিষ্ঠার লক্ষ্যে নির্ঘুম কাজ করে চলেছেন।

 

কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষা মন্ত্রণালয়মাদ্রাসা অধিদপ্তরপ্রাণের বিএমটিটিআইসম্মানিত সকল প্রশিক্ষক ও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি যাঁদের দোআয় ও অনুপ্রেরণায় আমাদের এগিয়ে চলা।

 

এছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল প্রশিক্ষক সহকর্মীবৃন্দের প্রতি। যাঁরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আরবি ভাষার অতীত গৌরবকে ফিরিয়ে আনতে। যাঁরা বাংলাদেশ সরকারের এ মহান উদ্যোগকে বাস্তবায়ন কল্পে নিজেদেরকে উৎসর্গ করে চলেছেন এই করোনা মহামারীতে। আমিও তাঁদের একজন সহযোদ্ধা হিসাবে নিজেকে গৌরাবান্বিত মনে করছি।

 

প্রবল আশাবাদ ব্যক্ত করছি সেই সমস্ত সহকর্মীদের প্রতি যাঁরা ইতিপূর্বে কোর্স সমাপ্ত করেছেন বা করবেন সামনের দিনগুলোতে। কোর্স থেকে আমরা যা অর্জন করলাম তা যেন শিক্ষা প্রতিষ্ঠান তথা শিক্ষার্থীদের উপকারে আসে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। তবেই সরকারের যে প্রত্যাশা তা স্বার্থক হবে বলে বিশ্বাস করি। শুধু তাই নয়। যা শিখলাম তা যেন নিজ নিজ প্রতিষ্ঠানের অন্যান্য সহকর্মীদের সাথে শেয়ার করি। তাঁরাও যেন এর সুফল থেকে বনচিত না হয়।

 

 

*      স্বপ্ন: আরবিই হবে শ্রেণিকক্ষের একমাত্র ভাষা।

*      উদ্দেশ্য: জিহ্বায় জিহ্বা রাখা।(অর্থাৎ আরবি ভাষাকে অন্তর থেকে বের করে মুখের ভাষায় রূপান্তরিত করা)

*      স্লোগান: আরবিই হচ্ছে বিশ্বের সহজতম ও উত্তম ভাষা।

 

উল্লেখিত তিনটি বিষয়কে ধারণ করে আমাদের আন্তরিকতাআমানতদারিতা ও পেশাদারিত্ব দিয়ে যেন অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এজন্য মহান আল্লাহর কাছে সকলের নিকট দোয়া চাই।

বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আরবি বিষয়ের যুগোপযোগী পাঠদানের মাধ্যমে ছাত্র সমাজকে দেশে ও দেশের বাইরে প্রতিষ্ঠিত করাই হবে আমাদের অন্যতম লক্ষ্য- উদ্দেশ্য।

হে আল্লাহ কোরআন ও হাদিসের ভাষা আরবিকে বাংলাদেশের সর্বস্তরে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে এর লক্ষ্য-উদ্দেশ্য যেন দ্রুত সময়ের মধ্যে পূরণ হয় সে তাওফিক তুমি দান কর। আমিন।

 

আব্দুল আলীম

ডিপ্লোমা ইন এরাবিকএম.এ (ডাবল)এম.ফিল

প্রভাষক (আরবি) পাতাড়ী ফাযিল মাদ্রাসাসাপাহারনওগাঁ ও

ICT4E জেলা অ্যাম্বাসেডরনওগাঁ।

মোবাইলঃ 01749944418

বাতায়ন আইডি: [email protected]

আরো দেখুন