Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২২ আগস্ট, ২০২১ ১২:০৫ পূর্বাহ্ণ

কম্পিউটারের আউটপুট ডিভাইস।

আউটপুট ডিভাইস (Output Device) কি বা কাকে বলে?


আমরা যখন কম্পিউটার কে কোন ইনপুট দিয়ে কিছু করতে বলি, তখন কাজটি সম্পন্ন হওয়ার পর ফলাফল হিসেবে কম্পিউটার একটা আউটপুট প্রদান করে, আর এ আউটপুট যে ডিভাইসের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায় সে ডিভাইসকে আউটপুট ডিভাইস বলে।

সহজ কথায়, আউটপুট ডিভাইস কম্পিউটারের এমন একটি অংশ যার দ্বারা কম্পিউটার থেকে কোন ডাটা ইউজারকারীর কাছে পৌঁছায়।

অর্থাৎ, আউটপুট ডিভাইস কম্পিউটারের এমন কিছু হার্ডওয়্যার উপাদান, যা ব্যবহার করে কম্পিউটারে থাকা বিভিন্ন ডাটা আউটপুট হিসেবে পাওয়া যায়। অর্থাৎ, ইনপুট ডিভাইস ব্যবহার করে কোন কাজ করার জন্য ডাটা দেওয়া হয়, তখন সে নির্দেশ বা ডাটাগুলো প্রসেস করে, আউটপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটার আমাদের সমাধান দেয়। যেমন – প্রিন্টার।

আমরা যখন কোন ডাটা, ইমেজ বা ফাইল প্রিন্ট করার নির্দেশ দেই তখন কম্পিউটার প্রিন্টারের মাধ্যমে তার কাছে থাকা সে ইমেজ, ডাটা বা ফাইল আউটপুট হিসেবে কম্পিউটার আমাদের প্রিন্টআউট বের করে দেয়। কয়েকটি আউটপুট ডিভাইস এর উদাহরণ: প্রিন্টার ,মনিটর ,জিপিএস লোকেশন, হেডফোন, স্পিকার, সাউন্ড কার্ড, ভিডিও কার্ড ইত্যাদি।


আরো দেখুন