Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৪ আগস্ট, ২০২১ ০৮:০০ পূর্বাহ্ণ

পেনড্রাইভ, ফ্লাশ ড্রাইভ।

পেনড্রাইভ

আগেকার দিনে ডাটা ট্রান্সফার করবার জন্য CD’s, Floppy Disk এর ব্যবহার করা হতো। কিন্তু পেনড্রাইভ এর storing capacity এবং transferring speed সবথেকে বেশি হওয়ার কারণে, আজকের দিনে Pendrive সবথেকে বেশি ব্যবহৃত হয়।

পেনড্রাইভ খুব ছোট হওয়ার কারণে, এটিকে কম্পিউটার থেকে খুলে নিয়ে খুব সহজে পকেটে ভরে বহন করা সম্ভব হয়। এবং পেনড্রাইভের সাহায্যে অডিও, ভিডিও, পিকচার, ডকুমেন্ট এই সমস্ত ফাইলগুলি খুব সহজেই স্টোর করে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সফার করা যায়। এবং যেকোন ফাইল পেনড্রাইভ থেকে কপি করে কম্পিউটারে, এবং কম্পিউটার থেকে কপি করে পেনড্রাইভে খুব সহজে আদান-প্রদান করা যায়।

বর্তমান সময়ে 256mb থেকে 256gb স্টোর করার মত পেনড্রাইভ পাওয়া যায়।

পেনড্রাইভ এর জনক কে?

১৯৯৯ সালে ইজরায়েলের কোম্পানি M- System, পেনড্রাইভ এর Pataient করবার জন্য, আমেরিকার কাছে আবেদন জানায়। এবং সাথে সাথে আমেরিকার আবেদন পাওয়ার পর, মালয়েশিয়ার K.S Pua Khein Seng নামক এক ব্যক্তি, পেনড্রাইভ এর এডভান্স ভার্সন তৈরি করেন।পেনড্রাইভ এর অন্য নামপেনড্রাইভ বিভিন্ন কাজের জন্য বিভিন্ন নামে পরিচিত। পেনড্রাইভকে, Pen Drive ছাড়াও এসব নামে চেনা যায়।

পেনড্রাইভ এর বিভিন্ন নাম।

USB drive

Thump drive

Flash drive

USB memory

Jump drive




আরো দেখুন