Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৪ আগস্ট, ২০২১ ০৫:৫৬ অপরাহ্ণ

মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডার দল তথ্য সংগ্রহে কতই না কষ্ট করেছিলেন!

 ১৯৭১ সালের ১৫ ই আগস্ট দিবাগত রাত ২ টা ১৫ মিনিটে প্রচন্ড বিস্ফোরণের শব্দে পুরো চট্টগ্রাম বন্দর কেঁপে উঠেছিল। সেই রাতে মুক্তিযুদ্ধা নৌ কমান্ডোদের একটি দল পাকিস্তানী সেনাবাহিনীর সতর্ক প্রহরা ফাঁকি দিয়ে বন্দরের অসংখ্য জাহাজে মাইন লাগিয়ে দিয়েছিলেন। জাহাজগুলো ডুবে বন্দরে ঢোকার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। তাই তখন দেশি-বিদেশি কোন জাহাজে আর আসতে পারছিল না। মুক্তিযুদ্ধের এটি ছিল অনেক বীরত্বপূর্ণ একটি অভিযান। 

 এই দুঃসাহসিক সে অভিযানের দিনক্ষণ ঠিক কেমন করে জানানো হয়েছিল?  তাদের সাথে যেহেতু যোগাযোগের কোন উপায় ছিল না তাই মুক্তিযোদ্ধাদের অনুরোধে আকাশবাণী রেডিও থেকে ১৩ ই আগস্ট বেজে ওঠেছিল  বিখ্যাত গায়ক পঙ্কজ মল্লিকের গাওয়া একটি গান "আমি তোমায় যত শুনিয়েছিলাম গান"! সেই গানটি ছিল একটি সংকেত । সেটি শুনে নৌ-কমান্ডোরা বুঝতে পেরেছিল তাদের এখন আঘাত হানার সময় এসেছে।

এত দিন পর  ঘটনাটি নিশ্চয়ই অবিশ্বাস্য মনে হয়। এখন আমরা কত সহজেই না একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি। আমাদের মুক্তিযোদ্ধারা শুধু যোগাযোগ করার জন্য কতই না কষ্ট করেছিলেন।

আরো দেখুন