Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৪ আগস্ট, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ

প্রাকৃতিক গ্রহ ও উপগ্রহ।

প্রাকৃতিক গ্রহ ও উপগ্রহ

যে গ্যালাক্সিতে আমরা বাস করি তার নাম ছায়াপথ।এই ছায়াপথে রয়েছে সূর্য ও এর পরিবার যাকে সৌরজগৎ বলে । সৌরজগতের রয়েছে সূর্য ও একে ঘিরে আবর্তনশীল আটটি গ্রহ। যেসব বস্তু সূর্যের চারদিকে ঘুরে তাদের বলা হয় গ্রহ। সূর্যকে ঘিরে আবর্তনশীল আটটি গ্রহ হলো-  বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন ।

কোন কোন গ্রহের রয়েছে একাধিক উপগ্রহ । যারা গ্রহ কে কেন্দ্র করে ঘুরে এদের বলা হয় উপগ্রহ।  যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। চাঁদ পৃথিবীর উপগ্রহ। সুতরাং পৃথিবী সূর্যের একটি গ্রহ এবং চাঁদ পৃথিবীর উপগ্রহ।

আরো দেখুন