Loading..

উদ্ভাবনের গল্প

২৯ আগস্ট, ২০২১ ১২:০৪ পূর্বাহ্ণ

Digital Wall magazine, invention story

প্রাথমিকের ২৯ টি প্রান্তিক যোগ্যতার মধ্যে ৫নম্বর গুরুত্বপূর্ণ প্রান্তিক যোগ্যতা ( সঙ্গীত ,চারু ও কারুকলা ইত্যাদির মাধ্যমে সৃজনশীলতা, সৌন্দর্য চেতনা, সুকুমারবৃত্তি অ নান্দনিকবোধের  প্রকাশ এবং সৃজনশীলতার আনন্দ ও সৌন্দর্য উপভোগের সামর্থ্য অর্জন করা ।) অর্জনের লক্ষ্যে আমাদের বিদ্যালয় থেকে প্রতিবছর ই দেয়ালিকা প্রকাশ করার চেষ্টা করি আমরা। অনেক পরিশ্রম, চেষ্টার পরে এক একটি দেয়ালিকা প্রকাশিত হত। কিন্তু ৬ মাস যেতে না যেতেই দেয়ালিকার হাতে লেখা গল্প, কবিতা, গান , স্মৃতিকথা নষ্ট হয়ে যেত। শিক্ষার্থীরা খুব মন খারাপ করত এবং ধীরে ধীরে ওদের আগ্রহ কমে যেতে লাগল। আমি ভাবতে শুরু করি, কীভাবে এর একটি সমাধান বের করা যায়। এরপর আমার Digital Wall Mazagine  এর চিন্তাটি মাথায় আসে। এখানে শিক্ষার্থীর লেখা,নাম এর পাশাপাশি থাকবে তাদের ছবিও। এটা জানার পরে শিক্ষার্থীদের মাঝে আগ্রহ বেড়ে যায় বহুগুণ ।আমার প্রধান শিক্ষক এবং সহকর্মীরা আমাকে সমর্থন করেন । লেখা বাছাই করা, এডিট করা, প্রিন্টিং এর জন্য দোকানে বসে থাকা সকল  কাজে এক অন্যরকম ভালোলাগা কাজ করেছে। শিক্ষার্থীদের আনন্দমাখা মুখ দেখার ব্যাকুলতা আমাকে কাজ করার শক্তি যুগিয়েছে বহুগুণ। 

এই Digital Wall Mazagine এ শিক্ষার্থীদের লেখার পাশাপাশি রয়েছে আমদের শিক্ষকদের লেখা। ভাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার জনাব মুন্সী রুহুল আসলাম স্যার, ইউআরসি ইন্সট্রাক্টর জনাব অনিতা দত্ত এবং গোপালগঞ্জ পিটিআই এর ইন্সট্রাক্টর জনাব চাণক্য বাড়ৈ এই দেয়ালিকার কথা জেনে আনন্দিত হন এবং তাদের শুভেচ্ছা বাণী দেন। 

আমার মনে হয় শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে,  বিদ্যালয়ে সুস্থ ও আনন্দময় পরিবেশ গড়ে তুলতে এটা খুব এ উপকারি ।

শারমিন রহমান সুইট 

সহকারী শিক্ষক

২২ং ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ভাঙ্গা, ফরিদপুর।