Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৯ আগস্ট, ২০২১ ১০:৩৭ পূর্বাহ্ণ

একটি পাতার বিভিন্ন অংশ।

একটি পাতার বিভিন্ন অংশ।

কান্ড বা তার শাখা-প্রশাখা পর্ব থেকে পাশের দিকে উৎপন্ন চ্যাপ্টা অঙ্গটি হলো পাতা। পাতা সাধারণত চ্যাপ্টা সবুজ বর্ণের হয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদে পাতা থাকে না। তবে ফার্ন ও মস জাতীয় উদ্ভিদে পাতাযর ন্যায় অঙ্গ থাকে। মসে পাতা প্রকৃত পাতা নয়। আদর্শ পাতায় পত্রমূল, বৃন্ত, ও ফলক এ  তিনটি অংশ থাকে।  যেমন : আম,জবা ইত্যাদি

পাতার বিভিন্ন অংশ:-

একটি জবা পাতা নিয়ে পরীক্ষা করলেই এর তিনটি অংশ দেখা যাবে যেমন : ১ । পত্রমূল। ২ । বৃন্ত বা বোঁটা। ৩ । পত্রের ফলক।

১ । পত্রমূল: পাতার এই অংশটি কান্ড বা শাখা-প্রশাখার গায়ে যুক্ত থাকে । কোন কোন উদ্ভিদের পত্র মূলের পাশ থেকে ছোট পত্র সদৃশ অংশ বের হয় । এগুলো উপপত্র। মটর গাছের মূলে উপপত্র

 দেখা যায়।

২ । বৃন্ত বা বোঁটা: পাতাল দন্ডাকার অংশটি হলো বৃন্ত বা বোঁটা। বৃন্ত বা  বোঁটা পত্রমূল ও ফলককে যুক্ত করে। শাপলা পদ্ম ইত্যাদি উদ্ভিদের বৃন্ত খুব লম্বা হয়। আবার শিয়াল কাঁটা গাছের পাতায় কোন বোঁটাই থাকে না ।  বৃন্ত পত্রফলককে এমন ভাবে ধরে রাখে যাতে সবচেয়ে বেশি সূর্যের আলো পেতে পারে। এছাড়া কান্ড আর ফলকের মধ্যে পানি, খনিজ লবণ ও তৈরি খাদ্যের আদান-প্রদান করা এর কাজ।

৩ । পত্রফলক: পত্রবৃন্ত এর উপরে চ্যাপ্টা সবুজ অংশটি পত্রফলক। বৃন্তশীর্ষ হতে যে মোটা শিরাটি ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে সেটি মধ্যশিরা । এই মধ্যশিরা থেকে শিরা-উপশিরা উৎপন্ন হয়। ফলকের কিনারাকে পত্র কিনারা বলে।

৮ ম শ্রেণির বই থেকে।


আরো দেখুন