Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩১ আগস্ট, ২০২১ ০৪:৪৫ অপরাহ্ণ

ঠেলাগাড়ি ঠেলতে ভালো। বল পরিচিতি।


বল কি? বল হচ্ছে ধাক্কা বা টান।

আমাদের দৈনন্দিন জীবনে জানা বা অজানা বিভিন্নভাবে আমরা বলপ্রয়োগ করে থাকি। তোমরা ভাবছো এ বল টা আবার কি?  সকাল থেকেই শুরু হয় আমাদের নানাভাবে বিভিন্ন বস্তুর ওপর বলের প্রয়োগ। ঘুম থেকে উঠে মুখ ধোয়ার জন্য টেপ ছাড়া বা টিউবওয়েলে চাপ দিতে আমাদের বল প্রয়োগ করতে হবে । এমনকি পড়তে বসার সময় চেয়ারকে টেনে বসতেও বল প্রয়োগ করতে হয়। আবার ধরো তোমার পড়ার টেবিলের ড্রয়ারে তোমার জ্যামিতি বক্সটি আছে। এটিকে বের করতে এবং বের করার পর পুনরায় এটিকে বন্ধ করতে ড্রয়ারটিকে যথাক্রমে টান বা ধাক্কা দিতে হয়। তুমি নিশ্চয়ই তোমার ঘরের বাতি জ্বালানোর জন্য সুইচ অন করেছো। এটাতেও কিন্তু বলের প্রয়োগ হয়েছে। কাউকে কি কুকের ক্যান খুলতে দেখেছো?  এটিও কিন্তু বলপ্রয়োগ। ফুটবলে লাথি দেওয়া বা ক্রিকেট বলে লাথি বা ক্রিকেট বলে  আঘাতও বল।  উপরোক্ত ঘটনাগুলোকে বিশ্লেষণ করলে দেখা যাবে প্রত্যেকটি ঘটনার সাথে জড়িত দুটো জিনিস জড়িত- ধাক্কা বা  টান। এই ধাক্কা বা টানই হলো বল।

আরো দেখুন