Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০১ সেপ্টেম্বর, ২০২১ ০৩:২৩ অপরাহ্ণ

সালামের বিধান

সালাম অধ্যায়, باب السلام হাদিস শরিফ, দাখিল নবম-দশম শ্রেণিতে

এ জগতে প্রত্যেক সভ্য জাতির মধ্যে পারস্পরিক দেখা সাক্ষাতের সময় ভালোবাসা ও সম্প্রীতি প্রকাশার্থে কোন না কোন বাক্য আদান প্রদান করার প্রথা প্রচলিত আছে। মুসলমানদের মধ্যেও আভিবাদন রীতি বিদ্যমান। তবে ইসলামের সালাম ব্যাপক অর্থবোধক। কেননা এতে সুধু ভালোবাসাই প্রকাশ করা হয় না, বরং সাথে সাথে ভালোবাসার যথার্থ হকও আদায় করা হয়। কেননা সালামের মধ্যে আল্লাহ্‌ তাআলার কাছে দোয়া করা হয় যে, আল্লাহ্‌ তা'য়ালা আপনাকে সব বিপদ আপদ থেকে নিরাপদে রাখুন। 

  تعريف السلام/ تحقيق السلام:


সালাম   سلامশব্দটি বাবে تفعيل থেকে মাসদার । এর আভিধানিক অর্থ নিম্নরূপ-  


১। السلامة والبرأة من العيوب অর্থাৎ- দোষ-ত্রুটি থেকে মুক্ত থাকা।


২। الأمان শান্তি ও নিরাপত্তা বিধান করা।


৩। التحية তথা স্বাগতম ও অভিবাদন জানানো।


আল্লামা রাগেব ইস্পাহানি রহঃ বলেন, সালাম শব্দটি আল্লাহ্‌ তাআলার একটি নাম। কেননা, আল্লাহ তাআলা যাবতীয় দোষ-ত্রুটি থেকে মুক্ত।


পরিভাষায়- মুসলমানদের পরস্পর সাক্ষাতে السلام عليكم বলে দোয়া কামনা ও কুশল বিনিময় করাকে সালাম বলা হয়।


حكم السلام  (সালামের বিধান)


সালাম ইসলামের অন্যতম শি'য়ার। যাতে ওলামায়ে কিরামের ইজমা প্রতিষ্ঠিত।


সালাম দেয়া সুন্নাত। আর

সালামের জবাব দেয়া ওয়াজিব।

উল্লেখ্য যে, নামাজ, মল-মূত্র ত্যাগ, কুরআন তেলায়াতরত, শিক্ষাদান ও জিকির আযকারে মশগুল ব্যক্তিকে সালাম প্রদান না করা ভালো।


সালাম হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ববোধ ও সংস্কৃতি যা সমাজের মানুষকে আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়।

আরো দেখুন