Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০২ সেপ্টেম্বর, ২০২১ ১০:৫০ অপরাহ্ণ

আত্মকর্মসংস্থান

 আত্মকর্মসংস্থান বলতে আমরা কী বুঝি? নিজের কর্মসংস্থান বা কাজের সুযোগ নিজেই সৃষ্টি করা? ব্যবসা করা? হ্যাঁ, দুটোই ঠিক। আমাদের মাঝে অনেকেই আছেন যারা অন্যের প্রতিষ্ঠানে কাজ করতে চান না। আবার অনেক অনেক চেষ্টা করেও চাকরি জোগাড় করতে পারছেন না। কিংবা এমনও হয় যে যোগ্যতা অনুসারে চাকরি দুর্লভ হয়ে পড়ছে। অনেক সময় কাঙ্খিত আয়ের অভাবে পরিবার ও নিজের ব্যয় নির্বাহ সম্ভব হয় না। নিজের আয়ের ব্যবস্থা নিজে করতে পারার নামই আত্মকর্মসংস্থান। শুধু তাই নয়, নিজের কাজের সুযোগ নিজে সৃষ্টি করলে আত্মতৃপ্তি লাভের পাশাপাশি অন্য লোকের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়। আত্মকর্মসংস্থান গ্রাম এবং শহর অনুযায়ী ভিন্ন হতে পারে।

গ্রামীণ প্রেক্ষাপটে কৃষি, খামার এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে যে কেউ আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। এর আওতায় বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করা যায়। যেমন-

  •  নিজস্ব জমি বা জমি ইজারা নিয়ে ফসল, ফলমূল এবং সবজি চাষ করা।
  •  হাঁস-মুরগি, গরু-ছাগলের খামার তৈরি করা।
  •  নিজেদের পুকুরে বা স্থানীয় জলাধার ইজারা নিয়ে মাছ চাষ করা।
  •  তৈরি পোশাক, পোশাকের নকশা তৈরি, স্ক্রিন প্রিন্ট, বুটিক প্রভৃতি ক্ষুদ্র পোশাক শিল্প স্থাপন করা।
  •  মৃৎশিল্প, তৈজসপত্র তৈরি, হস্তশিল্পের মতো ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন করা।
  •  প্রয়োজনীয় পণ্যের দোকান দেওয়া ইত্যাদি।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি