Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৩ সেপ্টেম্বর, ২০২১ ১০:৩১ পূর্বাহ্ণ

আমরা কিভাবে দেখি? আলোর প্রতিফলন কি?

আমরা কিভাবে দেখি? 

রাতের বেলা অন্ধকার ঘরে আমরা কোন কিছু দেখতে পাই না কেন?  কোন বস্তুটি আমরা কিভাবে দেখি?  আমরা তখনই কোন বস্তুকে দেখি যখন ঐ বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে।  চিত্রটি লক্ষ করো।  এখানে রয়েছে একটি জ্বলন্ত বাল্ব ও একটি ক্রিকেট বল। বাল্ব  থেকে আলো এসে আমাদের চোখে পড়ছে বলে আমরা বাল্বটি দেখতে পাচ্ছি।  বাল্ব থেকে আলো গিয়ে ক্রিকেট বলে পড়ছে। বল থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ছে তাই বলকে আমরা দেখছি।

 আলো যখন কোন বস্তুতে পরে তা থেকে বাধা পেয়ে ফিরে আসে তখন তাকে প্রতিফলন বলে। কোন কোন বস্তুর নিজের আলো আছে যেমন সূর্য,তারা, জোনাকি পোকা, মোমবাতি  ইত্যাদি । এদের বলা হয় উজ্জ্বল বস্তূ। কোন কোন বস্তুর নিজের কোন আলো নেই অন্য বস্তুর আলো প্রতিফলিত করে এদের বলা হয় অনুজ্জ্বল বস্তু। কোন কোন বস্তুতে আলো পড়লে তা প্রতিফলিত হয় না । কোন কোন বস্তুতে আলো পড়লে তা প্রতিফলিত হয় না, বস্তুটি সমস্ত  আলো শোষণ করে নেয়। এসব বস্তু তাই দেখতে কালো দেখায়। এটা জানো কি?  চোখ থেকে আলো গিয়ে বস্তুতে পড়েনা, বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে বলেই আমরা বস্তুটি দেখতে পাই।

৮ম শ্রেণির বিজ্ঞান বই থেকে।

আরো দেখুন