Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৯ সেপ্টেম্বর, ২০২১ ০৯:২৩ অপরাহ্ণ

স্কুলের ফুলের বাগান

 শিক্ষার্থীদের মননশীলতা ও মানষিক বিকাশের জন্য এবং একঘেয়েমি দূর করে রুচিশীল মানুষে পরিনত করতে ও পড়াশুনায় মনোযোগী করে তুলতে পারে স্কুলের ফুলের বাগান। মানুষ প্রকৃতির সন্তান। প্রকৃতি থেকে দূরে সরে যাওয়া কখনোই মানুষের জন্য মঙ্গলকর নয়। অথচ, জীবনের নানা দাবি মেটাতে গিয়ে আজকাল আমরা অনেকটাই কৃত্তিম পরিবেশে বাস করতে বাধ্য হই। এই কৃত্তিমতার আবহে আমরা হারিয়ে ফেলি আমাদের শারীরিক ও মানসিক সজীবতা, যার অনিবার্য পরিণতি নিত্য নতুন রোগব্যাধির উপদ্রব। এই অবস্থায় সুস্থ ভাবে বাঁচতে চাইলে স্কুল আঙ্গিনায় এবং বাড়িতে বাগান করা ও গাছ লাগানোর সত্যিই কোনো বিকল্প নেইশৌখিন প্রকৃতিপ্রেমীরা বাড়ির আঙিনা, বারান্দা বা ছাদের ফুলের বাগান করে থাকেন।

 এতে করে তারা প্রকৃতির প্রতি গভীর এক মমত্ববোধের জন্ম দেয়যা আমাদের বিপন্ন পরিবেশের জন্য অত্যাবশ্যকীয়

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি