জুনিয়র ইন্সট্রাক্টর
১০ সেপ্টেম্বর, ২০২১ ১০:৩২ অপরাহ্ণ
কম্পিউটার কী-বোর্ড এর বিভিন্ন কী পরিচিতি ও চিত্রসহ বর্ণনা
ধরনঃ কারিগরি শিক্ষা
শ্রেণিঃ দশম
বিষয়ঃ কম্পিউটার অ্যাপ্লিকেশন ২
অধ্যায়ঃ অষ্টম অধ্যায়
কীবোর্ড হলো এমন একটি ডিভাইস, যাতে কিছু বাটন বিন্যস্ত থাকে, যেটি মেকানিক্যাল লিভার অথবা ইলেক্ট্রনিক সুইচের মতো কাজ করে। কীবোর্ড হলো কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। কীবোর্ডের কীসমূহে কী ছাপানো থাকে। কোনো চিহ্ন তৈরি করতে হলে এক বা একাধিক কী চাপতে অথবা চেপে ধরে রাখতে হবে।