Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১২ সেপ্টেম্বর, ২০২১ ১০:৫০ পূর্বাহ্ণ

মানবধর্ম কবিতা কবি লালন শাহ

ধর্ম বা সম্প্রদায়ের পরিচিতির চেয়ে মানুষ হিসেবে পরিচয়টাই বড়।জাতপাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি মিথ্যে গর্ব করা থেকে বিরত থাকতে হবে।জাতকে তিনি গুরুত্বপূর্ন মনে করেননা।জন্ম মৃত্যু কালে মানুষ তসবিহ বা জপমালা ধারণ করে না।সে সময় তো সবাই সমান। মনুষ্য ধর্মই মূলকথা। তাই মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতে হবে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি