Loading..

খবর-দার

১৩ সেপ্টেম্বর, ২০২১ ০৭:২৭ পূর্বাহ্ণ

শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শিক্ষকদের জন্য নির্দেশনাসমূহ

স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে শিক্ষকদের জন্য ৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে :

১. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা 'গাইডলাইন' এবং ৫ সেপ্টেম্বরের দেওয়া নির্দেশিত কার্যক্রম সঠিকভাবে অনুসরণ নিশ্চিত করা।

২. শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে তাদের মনোসামাজিক সহায়তা দেওয়া।

৩. শ্রেণি কার্যক্রমের শুরুতে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মোটিভেশনাল ব্রিফিং দেওয়া।

৪. স্কুল খোলার অল্প কিছুদিনের মধ্যে শিক্ষার্থীদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে তা প্রশমনে যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন।

৫. আনন্দঘন পরিবেশের মাধ্যমে শ্রেণি পাঠদান করা।

৬. হাঁচি কাশির শিষ্টাচার নিজে পালন করবেন ও শিক্ষার্থীদের এ বিষয়ে উদ্বুদ্ধ করবেন। কোন শিক্ষক ক্লাস শেষে পরবর্তী শিক্ষক না আসা পর্যন্ত শ্রেণিকক্ষ ত্যাগ করবেন না।

৮. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা গাইডলাইন এবং নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করবেন।