Loading..

প্রেজেন্টেশন

১৫ সেপ্টেম্বর, ২০২১ ০৪:১৯ অপরাহ্ণ

ফাইল ও ফোল্ডারের মধ্যে পার্থক্য অনেক । ফাইল হচ্ছে যেখানে আমরা তথ্য লিখে রাখি, আর এই লিখে রাখা তথ্য বা ফাইল যেখানে রাখি সেটা ফোল্ডার ।

একটি কম্পিউটার ফাইল হলো একটি তথ্য যা কম্পিউটার প্রোগ্রাম এর নিকট গ্রহণযোগ্য। সংজ্ঞা: কম্পিউটার ফাইল সমূহ যে কন্টেইনারে সংরক্ষণ করা হয় তাকে ফোল্ডার বলে। যেমন আমরা ব্যাগ এ বই খাতা রাখি। এই ক্ষেত্রে বই খাতা হলো ফাইল এবং ব্যাগ হলো ফোল্ডার