Loading..

খবর-দার

১৭ সেপ্টেম্বর, ২০২১ ০১:১৮ পূর্বাহ্ণ

মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেনি কার্যক্রম পরিচালনায় নতুন রুটিন

মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেনি কার্যক্রম পরিচালনায় নতুন রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

অষ্টম ও নবম শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিনের পরিবর্তে ২ দিন (নবম শ্রেনি-শনি ও বুধবার, অষ্টম শ্রেনি-রবি ও বৃহস্পতিবার) এবং সোমবার সপ্তম শ্রেণি, মঙ্গলবার ষষ্ঠ শ্রেণি এছাড়া ২০২১ সালের এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন হবে বলে আদেশ জারি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) (http://dshe.gov.bd) ওয়েবসাইটে জারিকৃত আদেশটি প্রকাশিত হয়েছে।

আদেশে বলা হয়েছে ২০ সেপ্টেম্বর থেকে দেশের মাধ্যমিক স্তরের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম এই নতুন সূচি অনুযায়ী পরিচালিত হবে।