Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২০ সেপ্টেম্বর, ২০২১ ০৫:০৩ অপরাহ্ণ

সিরিজ সার্কিট সংযোগ চিত্র

সিরিজ সার্কিট কিভাবে সংযোগ করতে হয় তা চিত্রের মাধ্যমে জানা যাবে।

দুই বা ততোধিক রেজিস্টর বা লোড
একের পর এক যদি এমন ভাবে যুক্ত করা হয় যাতে
কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে, চিত্রে তিনটি লোড সংযোগ আছে।
সিরিজ সার্কিট -এর বৈশিস্ট্য হলো
(i) সিরিজ সার্কিটে যুক্ত সব লোড বা রেজিস্টর’এর
মধ্য দিয়ে একই পরিমান কারেন্ট প্রবাহিত হয়। অর্থাৎ
I= I1+I2+I3+——–+In
(ii) সিরিজ সার্কিটে যুক্ত প্রতিটি রেজিস্টার বা
লোডের ভোল্টেজ ড্রপসমূহের যোগফল
সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজের সমান।
অর্থৎ
V=V1+V2+V3+———+Vn
(iii) সিরিজ সার্কিটে যুক্ত রেজিস্টার বা লোড
সমূহের রেজিস্ট্যান্সগুলোর যোগফল মোট
রেজিস্ট্যান্স (সার্কিটের) সমান।
অর্থাৎ
R=R1+R2+R3+——–+Rn
উপরোক্ত বর্ননা হতে আমরা সিরিজ সার্কিটের সংযোগ বৈশিস্ট্য জানতে বুঝতে পারবো।

আরো দেখুন