Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২১ সেপ্টেম্বর, ২০২১ ০৫:৪২ অপরাহ্ণ

সিলিং অ্যানের গঠণ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস০১ (২য়)

এটি দেখতে লম্বা পাখার ন্যায়। এই পাখাগুলোর ঘূর্ণনের ফলেই বাতাসের প্রবাহ সৃষ্টি হয়। ফ্যানের পাখাগুলো সাধারণত নানান ধরণের উপাদান দ্বারাই তৈরি হয়। যেমন, কাঠ, প্লাষ্টিক, মেটাল ইত্যাদি। আর হ্যাঁ এই পাখাগুলো একেবারে সমান্তরাল থাকে না। একদিকে একটু বাঁকানো থাকে। যার ফলে এই ব্লেড বা পাখাগুলো খুব সহজেই উপর দিক থেকে বাতাস টেনে এনে নিচের দিকে সাপ্লাই দিতে পারে। সমান্তরাল হলে কখনই সঠিকভাবে বাতাস সাপ্লাই হবে না। ফ্যানের আকার আকৃতি অনুযায়ী পাকার সংখ্যাও কম বেশি হতে পারে তবে আমরা যেগুলো ব্যবহার করি তার বেশিরভাগই তিনটি অথবা চারটি পাখা বিশিষ্ট হয়ে থাকে। এই পাখাকে আবার বডির সাথে সংযোগ করার জন্য একটি ব্রাকেট বা বন্ধনী যুক্ত ছোট অংশকে ব্যবহার করা হয় যা মূলত পাখার সাথে রিভেট অথবা ছোট নাট বোল্ট দ্বারা আটাকানো থাকে।

আরো দেখুন