Loading..

প্রকাশনা

২২ সেপ্টেম্বর, ২০২১ ০৮:৫২ পূর্বাহ্ণ

ইসলামে নারীর অধিকার কিছু অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ

ক্যারেন আর্মস্ট্রং একজন স্পষ্টবাদী ব্রিটিশ লেখিকা। তিনি ধর্মপরায়ণ খ্রিষ্টান। একসময় কিছু দিন যাজকের কাজও করেছেন। ধর্মীয় কাজের ফাঁকে তিনি লক্ষ করলেন, ইসলাম মুসলমান বিশেষ করে রাসুল ()-এর ব্যাপারে পশ্চিমা সভ্যতায় আরো বিশেষভাবে বলতে গেলে ব্রিটিশ সমাজে প্রচণ্ডভাবে ঘৃণা ছড়ানো হয়। বিশ্বের অন্যতম ঐশ্বরিক ধর্ম ইসলাম সম্পর্কে নেগেটিভিজম থেকে পড়াশোনা করে তিনি ইসলামের ব্যাপারে সন্দেহপ্রবণ প্রায় সকল বিষয় নিয়েই গবেষণা করেছেন এবং বই লিখেছেন। তার শ্রেষ্ঠ কর্মগুলোর অন্যতম Muhammed : A Prophet of Our Time (2006) এবং Women Rights in Islam’ বই দুটো। তার সব পর্যবেক্ষণে একমত না হলেও রসুল (.) সত্যিকার অর্থে সংস্কারকারী মানবহিতৈষী ব্যক্তিত্ব ছিলেন ব্যাপারে তিনি যুক্তির নিরিখে গবেষণা উপস্থাপনা করেছেন, ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করতে পারবে না।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি