Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২৪ সেপ্টেম্বর, ২০২১ ০৭:১০ অপরাহ্ণ

** পবিত্র কোরআনে বর্ণীত ত্বীন গাছ জকিগঞ্জে ****
** পবিত্র কোরআনে বর্ণীত ত্বীন গাছ জকিগঞ্জে ****

পবিত্র কোরআনের আত ত্বীন সূরায় বর্ণিত মরুভূমির মিষ্টি ফল ত্বীন ফলের গাছ জকিগঞ্জে । জকিগঞ্জ উপজেলার হাফসা মজুমদার মহিলা ডিগ্রী কলেজে ত্বীন গাছ রোপণ করছেন বৃক্ষ প্রেমিক অধ্যক্ষ Md Niazur Rahman্যার।
কলেজ ক্যাম্পাসে ত্বীন ফলের গাছ রোপণ করায় সকল শিক্ষক,শিক্ষার্থী ছাত্রীদের ও দর্শনার্থীদের আকৃষ্ট করেছে।
প্রতিটি পাতার গোড়ায় ত্বীন ফল জন্মে থাকে।
ত্বীন একটি পুষ্টি সমৃদ্ধ সুস্বাদু ফল, যা মরু অঞ্চলে অনায়াসে জন্মায়। ফলটি পুরোপুরি পাকলে রসে ভরা।
বিশেষজ্ঞদের বরাত দিয়ে কৃষি কর্মকর্তা মাহবুব আরও জানান, ক্যান্সার রোধে এ ফলটি খুবই উপকারী। উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ত্বীন। দৃষ্টিশক্তি বাড়ানোসহ এটি নানা রোগ নিরাময়েও সহায়ক। এতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ক্যালসিয়ামসহ নানা ভেষজ গুণ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি