Loading..

উদ্ভাবনের গল্প

২৭ সেপ্টেম্বর, ২০২১ ০২:০৭ অপরাহ্ণ

শিখবে শিশু হেসে খেলে

বিভিন্ন খেলার মাধ্যমে গণিত শিখালে গণিতের প্রতি ভীতি দূর হয়ে আগ্রহ তৈরি হয়।তাই গণিতের পকেট নামে একটা খেলার মাধ্যমে গুণের ধারণা শিশুরা আগ্রহের সাথে খেলেছে এবং গুণের প্রতি ভীতি দূর হয়ে আরও বেশি আগ্রহের সাথে তারা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে চাচ্ছে। আশা করি এভাবেই শিশুরা এগিয়ে যাবে।গণিতকে তারা করবে জয়।