Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২৮ সেপ্টেম্বর, ২০২১ ০৮:১৪ পূর্বাহ্ণ

****** ইসলামে কন‍্যা সন্তানদের অধিকার **** ****** ইসলামে কন‍্যা সন্তানদের অধিকার ****
****** ইসলামে কন্যা সন্তানদের অধিকার ****
ইসলাম কন্যা সন্তানের জন্মকে বরকতময় বলা হয়েছে। কন্যা সন্তান প্রতিপালন একটা ইবাদত এবং মহৎ কর্ম। বিশ্বনবী মুহাম্মাদ (সা.) বলেছেন, ”যার গৃহে কন্যা সন্তান জন্ম গ্রহন করল, অতঃপর সে তাকে (কন্যাকে) কষ্টও দেয়নি, তার উপর অসন্তুষ্টও হয়নি এবং পুত্র সন্তানকে প্রাধান্য দেয়নি, তাহলে ঐ কন্যার কারনে আল্লাহ তায়ালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন।” [মুসনাদে আহমদ, ১:২২৩]। কন্যা সন্তান প্রতিপালন এমন মহান কাজ যার মাধ্যমে জান্নাত পাওয়া যায় এবং জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, “কোনো ব্যক্তি যদি কন্যার দায়িত্বশীল হয় এরপর তার প্রতি সুন্দর আচরণ করে তাহলে এই কন্যারা তাকে জাহান্নাম থেকে আড়াল করে রাখবে।” [বুখারী ১৪১৮, ৫৯৯৫, মুসলিম ২৬২৯, তিরমিযী ১৯১৫, আহমাদ ২৩৫৩৬]
ইসলামে পুত্র এবং কন্যা সন্তানকে সমান ভাবে দেখতে বলা হয়েছে। কাউকে প্রাধান্য দিতে নিষেধ করা হয়েছে। বিশেষ করে পুত্র সন্তানকে কন্যা সন্তানের উপর প্রাধান্য দিতে বিশেষভাবে নিষেধ করা হয়েছে। আমাদের সমাজে দেখা যায়, পড়াশোনা, সুযোগ সুবিধা এমনকি খাওয়ারের ক্ষেত্রেও কন্যা সন্তানের উপর পুত্র সন্তানকে প্রাধান্য দেওয়া হয়। অথচ ইসলামে বলা হয়েছে, চুমু দেওয়ার ক্ষেত্রেও যেন পুত্র এবং কন্যা সন্তানের মধ্যে কোন পার্থক্য না করা হয়। একদা, জনৈক আনসারী সাহাবীকে মুহাম্মাদ (সা.) ডাকলেন। ইতিমধ্যে ঐ সাহাবীর এক পুত্র তার কাছে এল। তিনি তাকে চুমু খেয়ে বুকে জড়িয়ে নিলেন এবং কোলে বসালেন। কিছুক্ষণ পর তার এক কন্যাও সেখানে উপস্থিত হল। তিনি তার হাত ধরে নিজের কাছে বসালেন। এটি লক্ষ করে মুহাম্মাদ (সা.) বললেন, ‘উভয় সন্তানের প্রতি তোমার আচরণ অভিন্ন হওয়া উচিত ছিল। তোমরা নিজেদের সন্তানদের মাঝে সমতা রক্ষা করো। এমনকি চুমু খাওয়ার ক্ষেত্রেও।’ [মুসান্নাফ আবদুর রাযযাক ৯/১০০]। সামান্য চুমুর ক্ষেত্রেই যদি বৈষম্য করতে নিষেধ করা হয় তাহলে অন্যান্য বড় ব্যাপারগুলো কতটা নিকৃষ্ট ব্যাপার ভাবুন ! আল্লাহ্ আমাদের সহিবুঝ দান করুন। কন্যাদের প্রতি সমান ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি