Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০১ অক্টোবর, ২০২১ ১০:১৭ পূর্বাহ্ণ

ফায়ার এক্সটিংগুইশার-জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-২ নবম শ্রেনী

আগুন নেভানো বা নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবহৃত যন্ত্রকে অগ্নিনির্বাপক যন্ত্র বলা হয়। অতি প্রচলিত অগ্নিনির্বাপক যন্ত্রগুলোতে সাধারণত সিলিন্ডারে উচ্চচাপে রক্ষিত তরল কার্বন ডাই-অক্সাইড নজ্‌ল লিয়ে স্প্রে আকারে বের করে আগুন নেভানো হয়

ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের নিয়মাবলী

ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের নিয়মাবলী গুলো কি কি? মূল্যবান দ্রব্যের রক্ষার জন্য অগ্নি কান্ডের প্রথম দিকে ব্যবহারের জন্য বিভিন্ন প্রকার ফায়ার এক্সটিংগুইসার কারখানার বিভিন্ন স্থানে লাগানো আছে। ড্রাই-কেমিক্যাল-পাউডার, কার্বন-ডাই-অক্সাইডও কেমিক্যাল ফোম এই তিন প্রকার ফায়ার এক্সটিংগুইসার বিভিন্ন স্থানে লাগানো আছে। অগ্নি কান্ডের ধরন বুঝে প্রথম দিকে ব্যবহার করা হবে। অগ্নি নির্বাপন যন্ত্রটি নির্ধারিত স্থান থেকে ক্যারি হ্যান্ডেল ধরে নামান। অগ্নি নির্বাপন যন্ত্রটি নির্ধারিত স্থান থেকে ক্যারি হ্যান্ডেল ধরে নামান। অগ্নি নির্বাপন যন্ত্রটি নিয়ে আগুনের কাছে যান সেফটি লক ও সেফটি পিন টান দিয়ে খুলুন। বাতাসের অনুকুলে দাড়ান, বাম হাত দিয়ে  ডিসচার্জ পাইপের নলটি  আগুনের উৎসের দিকে টার্গেট করুন। ডান হাত দিয়ে ক্যারি হ্যান্ডেল ধরে নলটি  আগুনের উৎসের দিকে তাক করে। অপারেটিং লিভার চাপ দিন এভাবে  আগুনের উৎস টার্গেট করে পাইপের নলটি  সুইপ করিয়ে আগুন নিভান। শুকনা জাতীয় আগুন (এ শ্রেণীভুক্ত) নিভাতে বিশেষ উপযোগী। জরুরী মুহুর্তে সকল ধরনের আগুন নিভাতে ব্যবহার করা যায়।তবে বিভিন্ন বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি (মটর, ডিবি বোর্ড ও অন্যান্য মেরামতযোগ্য ~েবদ্যুতিক যন্ত্রাংশে) ব্যবহার না করাই ভাল।

আরো দেখুন