শিক্ষক সন্মাননা-২০২১ঃ সংকটে নেতৃত্ব করুনা কান্ত রায় জেলা অ্যাাম্বাসেডর, চিরিরবন্দর, দিনাজপুর।

শিক্ষক সন্মাননা-২০২১ঃ সংকটে নেতৃত্ব রংপুর বিভাগীয় ICT4E অ্যাাম্বাসেডদের নিয়ে এটুআই প্রোগ্রাম-আইসিটি ডিভিশন ও গ্রামীনফোনের যৌথ সহযোগিতায় করোনা মহামারি সময়ে শিক্ষার্থীদেরকে সর্বদা পাঠে বইমুখী করার জন্য যে অনলাইন ক্লাস পরিচালনা করা হয় তারই ভিত্তিতে এই শিক্ষক সন্মেলন। এই সন্মেলনে অংশ গ্রহন করতে পেরে আমি গর্বিত।এজন্য এটুআই এবং গ্রামীনফোন কর্তৃপক্ষকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। এ সন্মাননা আমাকে আগামী দিনের কাজ করার শক্তিকে আরো বেগমান করেছে।
ধন্যবাদ।

মতামত দিন


মোহাম্মদ বাবুল হোসেন
হৈমন্তিক শুভেচ্ছা । লাইক এবং পূর্ণ রেটিং সহ শুভকামনা ।আপনার সুপরামর্শ আমার কাজের গতিশীলতা উত্তর উত্তর বৃদ্ধি পাবে এই প্রত্যয় সর্বদা নিরন্তর। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি । https://www.teachers.gov.bd/content/details/1142085
সাম্প্রতিক মন্তব্য