Loading..

ভিডিও ক্লাস

০৬ অক্টোবর, ২০২১ ০৪:৪৮ অপরাহ্ণ

শেখ রাসেল ডিজিটাল ল্যাব

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, করোনাকাল বুঝিয়েছে, ইন্টারনেট ব্যবহার এখন বিলাসিতা নয়, মৌলিক অধিকার। শুধু পাঠ্যপুস্তক ও শ্রেণিকক্ষের পাঠের ওপর নির্ভর করে সনদমুখী শিক্ষা নয়, বিশ্বের চাহিদার আলোকে প্রযুক্তি–দক্ষতানির্ভর শিক্ষা অর্জন করতে হবে। পারিবারিক, সামাজিকসহ নানা ভাবনা থেকে কিশোরীদের প্রযুক্তি থেকে দূরে রাখার একটা প্রবণতা দেখা যায়। এ চ্যালেঞ্জ মোকাবিলা করেই সামনে এগোতে হবে। মেয়েদেরও প্রযুক্তিতে এগিয়ে নিতে হবে। 

জুনাইদ আহ্‌মেদ জানান, ২০২৫ সালের মধ্যে পার্বত্য, চর, হাওরের মতো দুর্গম এলাকাসহ দেশের ১ লাখ ৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফাইবার অপটিক্যাল কেব্‌ল পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে সরকার। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সংখ্যা ৩৫ হাজারে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে।

কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীরাও এখন এগিয়ে যাচ্ছে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে।