Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৭ অক্টোবর, ২০২১ ১০:৪০ পূর্বাহ্ণ

পরিপাকতন্ত্র

পরিপাক তন্ত্র

যে শারীরিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু শোষণের উপযোগী কিংবা হজম হয়ে বা ভেঙে ক্ষুদ্র সাধারণ কণা হয়, তাকে পরিপাক ক্রিয়া বলে। পরিপাক সংশ্লিষ্ট যত ধাপ বা অংশ আছে, সব মিলেই পরিপাকতন্ত্র (Digestive System)।

পরিপাকতন্ত্রের অংশ—

 মুখ গহ্বর ও জিহ্বা

 ফ্যারিংক্স (গলবিল)

 খাদ্যনালি

 পাকস্থলী

 ক্ষুদ্রান্ত্র

 বৃহদান্ত্র

এ ছাড়া লালাগ্রন্থ্থি, যকৃত, অগ্নাশয়, পিত্তথলি ও আন্ত্রিক গ্রন্থিগুলোও পরিপাকতন্ত্রের অংশ।

 

পরিপাকতন্ত্রের কাজ—

 খাদ্য গ্রহণ

 খাদ্য পরিপাক

 বিভিন্ন পাচক রস নিঃসরণ

 পানি, ভিটামিন, খনিজ লবণ এবং পরিপাককৃত

   খাদ্যাংশ শোষণ

 অপ্রয়োজনীয় খাদ্যাংশ মল হিসাবে ত্যাগ

 শরীরের পানি, গ্লুুকোজ, এসিড-ক্ষারের ভারসাম্য রক্ষা

 পরোক্ষভাবে রক্ত উৎপাদনে সহায়তা করে

 

আরো দেখুন