Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৮ অক্টোবর, ২০২১ ১২:৩৬ অপরাহ্ণ

অসমাপ্ত আত্মজীবনী (গ্রন্থে রূপান্তর):

অসমাপ্ত আত্মজীবনী (গ্রন্থে রূপান্তর): কারাগারে রাজবন্দীত্বের দিনগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বহস্থে লেখা খাতাগুলো সংগ্রহ করে শেখ হাসিনা ও বোন শেখ রেহানা মিলে বাবার অসমাপ্ত আত্মজীবনীকে কাঠামোবদ্ধ করে তুলে ধরেন জাতির সামনে। কারাগারে থাকাকালীন জীবন এবং শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও সংগ্রামের অনেকটা ছাপ পাওয়া যায় এই বইয়ে। খুবই যত্ন সহকারে বাবার পুরোনো ছেড়া খাতা থেকে এসব লেখা সংগ্রহ করেছেন নিজ উদ্যোগেই। একমাত্র উদ্যেশ্য ছিলো বাঙালী জাতির সামনে বাবা মুজিবের আদর্শকে উজ্জ্বীবিত করে তোলা।

এছাড়াও '৭৫ এ স্বপরিবারে হত্যাকাণ্ডে শহীদ হওয়া শেখ হাসিনার সর্বকনিষ্ঠ ভাই শেখ রাসেলকে নিয়ে লেখা আমাদের ছোট রাসেল সোনা বইটি পাঠক মহলে অত্যন্ত সাড়া ফেলেছে। বিপন্ন গণতন্ত্র, সাদা কালো, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম বইগুলোও দেশব্যপি রাজনৈতিক শেখ হাসিনাকে লেখক শেখ হাসিনা হিসেবে ফুটিয়ে তুলেছে। ইংরেজি ভাষায় পিপল এন্ড ডেমোক্রেসি এবং দ্য কুয়েস্ট ফর ভিশন ২০২১ বইগুলিও রাজনৈতিক এবং নাগরিক পাঠক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে

আরো দেখুন