Loading..

খবর-দার

০৮ অক্টোবর, ২০২১ ১০:৩৫ অপরাহ্ণ

শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ

আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ সম্মাননা নোবেল পুরস্কারের শান্তিতে চলতি বছর পুরস্কার পেয়েছেন ফিলিপিন্সের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ। শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটিপুরস্কারজয়ী হিসেবে এই দুই সাংবাদিকের নাম ঘোষণা করে।মোএই বছর নোবেল শান্তি পুরস্কারের অন্য প্রার্থীদের মধ্যে সুইডিশ কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, সংবাদমাধ্যমের অধিকার গ্রুপ রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নাম ছিলো তিন শ' ২৯ জন প্রার্থীর মধ্য থেকে বাছাই করে এই বছর মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভকে পুরস্কার দেয়া হয়।

রওয়ের পার্লামেন্টের পাঁচ সদস্যের নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কারজয়ীকে নির্বাচিত করে। পুরস্কারজয়ীরা পুরস্কারজয়ীরা একটি স্বর্ণপদক ও এক কোটি সুইডিশ ক্রোনার (নয় কোটি ৭৫ লাখ ৬৩ হাজার দুই শ' ৭১ টাকা) পুরস্কার লাভ করবেন।

নরওয়েজিয়ান নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, গণতন্ত্র ও শান্তি বজায়ের পূর্বশর্ত হিসেবে মত প্রকাশের স্বাধীনতা সংরক্ষণে প্রচেষ্টার জন্য এই বছর মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভকে পুরস্কার দেয়া হচ্ছে