ভিডিও কনটেন্ট

মিশরের পিরামিড

আব্দুর রহমান ফারুকী ১১ অক্টোবর,২০২১ ১০৮ বার দেখা হয়েছে লাইক কমেন্ট ০.০০ রেটিং ( )

হাজার হাজার বছর ধরে পিরামিড ছিল মানুষের তৈরী সবচেয়ে বড় স্থাপনা। সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও বর্তমান যুগে এত বড় নির্মান এক বিশাল চ্যালেঞ্জ। সবচেয়ে বড় পিরামিড হল গিজা মালভূমিতে অবস্থিত খুফুর পিরামিড। এটি ৪ হাজার ৭শ বছর আগে নির্মিত। খুফুর পিরামিড এর আয়তন ৬টি ফুটবল মাঠের সমান এবং উচ্চতায় ৪২ তলা বিল্ডিং এর সমান উঁচু। পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন পিরামিড সম্পর্কে বর্ণানা আছে।

মতামত দিন