Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৩ অক্টোবর, ২০২১ ১২:২২ পূর্বাহ্ণ

ব্লু-জে পাখি।

মূলত পূর্ব ও মধ্য উত্তর আমেরিকার বনাঞ্চলের পাখি ব্লু জে। নীল, সাদা ও কালো রঙের সমাহারে সাজানো হয় এরা, যা এদের সৌন্দর্য্যের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়। সাধারণত দুষ্ট স্বভাবেপ হওয়ায় এবং শরীরে নীল রঙের প্রভাব বেশি থাকায় এদের নামকরণ হয়েছে ব্লু জে হিসেবে।

আরো দেখুন