Loading..

ম্যাগাজিন

১৩ অক্টোবর, ২০২১ ১১:১৩ পূর্বাহ্ণ

কাশ ফুল, মোছাঃ মার্জুয়ারা বেগম, প্রধান শিক্ষক, দক্ষিণ বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিমলা, নীলফামারী।
শরতের কাশ ফুল
কাশ ফুল মনে সাদা শিহরন জাগায়, মন বলে কত সুন্দর প্রকৃতি, স্রষ্টার কি অপার সৃষ্টি (নজরুল)
প্রকৃতিতে শরৎ মানেই নদীর তীরে তীরে কাশফুলের সাদা হাসি। নদীর দুই ধারে, জমির আইলে শরৎ কালের সেই চিরচেনা দৃশ্য। এ সময় না আছে গ্রীষ্মের কাঠফাটা রোদ, না আছে বর্ষার অঝোর ধারার বৃষ্টি। আছে শুধু আলোকোজ্জ্বল ঝলমলে দিন, জোতস্না রাত, মৃদুমন্দ সমীরণ আর সেই সমীরণে দুলতে থাকা শুভ্র কাশবন। শরৎ সিক্ত মহাকবি কালিদাস শরৎ বর্ণনায় লিখেছেন
"প্রিয়তম আমার, ঐ চেয়ে দেখ, নব বধূর ন্যায় সুসজ্জিত শরৎকাল সমাগত"
নাগরিক কোলাহল আর যাপিত জীবনের নানা ব্যস্ততার মাঝে চুপিচুপি আসে শরৎ। মাতোয়ারা করে নীল আকাশে সাদা মেঘের ভেলায় আর কাশফুলের শুভ্রতায়। তারপর হারিয়ে যায় দ্রুতই। শরৎ আসলে এমনই, স্নিগ্ধতার আবেশ ছরিয়ে স্মৃতিতে দোল দেয় সব ঋতুতে। কবিগুরু লিখেছেন
"এসেছে শরৎ, হিমের পরশ
লেগেছে হাওয়ার পরে,
সকাল বেলায় ঘাসের আগায়
শিশিরের রেখা ধরে"

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি