মুজিব শতবর্ষ

বঙ্গবন্ধু শেখ মুজিব এর জন্ম

মোঃআব্দুল সালাম তরফদার ১৩ অক্টোবর,২০২১ ১৩৯ বার দেখা হয়েছে লাইক কমেন্ট ৫.০০ রেটিং ( )

জন্ম: শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ তৎকালীন ভারতীয় উপমহাদেশের বঙ্গ প্রদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান গোপালগঞ্জ দায়রা আদালতের সেরেস্তাদার (যিনি আদালতের হিসাব সংরক্ষণ করেন) ছিলেন। বঙ্গবন্ধুর মায়ের নাম সায়েরা খাতুন। লুৎফর- সায়েরা দম্পতির চার কন্যা এবং দুই পুত্রের সংসারে মুজিব ছিলেন তৃতীয় সন্তান। তার বড় বোনের নাম ফাতেমা বেগম, মেজ বোন আছিয়া বেগম, সেজ বোন হেলেন ও ছোট বোন লাইলী; ছোট ভাইয়ের নাম শেখ আবু নাসের। 

মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
মোঃ রওশন জামিল
০৫ নভেম্বর, ২০২১ ০৩:৩৫ অপরাহ্ণ

চমৎকার উপস্থাপনা। আপনার জন্য শুভ কামনা রইলো।।


মোঃ মামুনুর রহমান
১৬ অক্টোবর, ২০২১ ০৯:০২ অপরাহ্ণ

মানসম্মত ও চমৎকার মুজিব শতবর্ষের গল্প তৈরি করে শিক্ষক বাতায়নকে সমৃদ্ধ করার জন্য লাইক ও পূর্ণ রেটিং সহ শুভকামনা রইল। এই পাক্ষিকে আমার আপলোডকৃত ৭৪-তম কনটেন্ট(SDG) ও ব্লগগুলোতে লাইক ও পূর্ণ রেটিং সহ মতামত এবং গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদানের জন্য আপনার নিকট ও বাতায়নপ্রেমী সকলের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শিক্ষক বাতায়ন আইডি: mamunggghsc10, My Content Link: https://www.teachers.gov.bd/content/details/1142376