Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

১৩ অক্টোবর, ২০২১ ০৫:০৫ অপরাহ্ণ

বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন।

স্থানঃ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কলারোয়া, সাতক্ষীরা।

আজ আনুষ্ঠিত হলো উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী দল ও শিক্ষার্থীর মাঝে পুরুষ্কার বিতরন। গত ২৮ সেপ্টেম্বর ২০২১ অনুষ্ঠিত বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২১ এ বিজয়ী দল ও শিক্ষার্থীরা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কলারোয়া, সাতক্ষীরাতে  উপস্থিত হয়ে, উপজেলা নির্বাহী অফিসার জনাব, জুবায়ের হোসেন চৌধুরী এবং উপজেলা মাধ‌্যমিক শিক্ষা অফিসার জনাব, মোঃ আব্দুল হামিদ সাহেবের নিকট থেকে পুরুষ্কার গ্রহন করেন। জাতির জনক বঙ্গবন্ধু উপর লেখা  মূল‌্যবান পুস্তক, পুরুষ্কার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব, জুবায়ের হোসেন চৌধুরী, শিক্ষার্থীদেরকে দেশের যোগ‌্য নাগরিক হিসেবে গড়ে উঠার জন‌্য পাঠ‌্য বইয়ের বাইরে আরো বিভিন্ন লেখকের বই বেশি-বেশি পড়ার উপর গুরুত্ব আরোপ করেন এবংবিজয়ীদের ভবিষ‌্যতের দিনগুলোর সাফল‌্য কামনা করেন।

এ সময় অন‌্যান‌্যের মধ‌্যে উপস্থিত ছিলেন  জনাব,মোঃ হারুন-আর রশিদ,উপজেলা সহকারী মাধ‌্যমিক শিক্ষা অফিসার, জনাব,তাপশ কুমার দাশ, একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ‌্যমিক শিক্ষা অফিস, কলারোয়া, জনাব,মোঃ আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক, মুরারীকাঠি মাধ‌্যমিক বিদ‌্যালয়, জনাব,মোঃ কামরুল হাসান, প্রধান শিক্ষক, বেত্রাবতী মাধ‌্যমিক বিদ‌্যালয়,কলারোয়া,সাতক্ষীরা।  

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি