Loading..

খবর-দার

১৩ অক্টোবর, ২০২১ ১১:০০ অপরাহ্ণ

ঔষধি গুণসম্পন্ন অর্কিড ফক্সটেইল এর তথ্যচিত্র
অর্কিড ফক্সটেইল :

ভেন্ডা পরিবারের অন্তর্গত সহজলভ্য ,সহজেই উৎপাদনযোগ্য ,অত্যান্ত সুন্দর ও আকর্ষণীয় এই অর্কিড ভুটান ,কম্বোডিয়া ,চায়না , ইন্ডিয়া, ইন্দোনেশিয়া ,লাওস ,মালয়েশিয়া , ফিলিপাইন ,নেপাল , শ্রীলঙ্কা ,থাইল্যান্ড ও ভিয়েতনামের বনে জঙ্গলে সহজেই পাওয়া যায়।

বাংলাদেশের সুন্দর বনের গহীন জঙ্গলে অনেক উন্নত মানের ফক্স টেইল অর্কিড উৎপন্ন হয়। এটি সাধারনত শীত ও বসন্ত কালে হাল্কা মন মাতানো ঘ্রান সমৃদ্ধ ফুল ফোটে ।এই অর্কিড গাছের পাতা ও শিকর এজমা ,বক্ষব্যধি সহ বহু রোগের ঔষধি কাজে ব্যবহার করা হয় ।