Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৬ অক্টোবর, ২০২১ ১১:৪৯ অপরাহ্ণ

ক্লোরোপ্লাস্ট

সবুজ রঙয়ের  প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলেপাতা, কচি কান্ড  ও  অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায়প্লাস্টিডের গ্রানা  অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করেএই  আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি , বায়ু থেকে গৃহীত কার্বন  ডাইঅক্সাইড  এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে সরল শর্করা  তৈরি করেএই প্লাস্টিডে  ক্লোরোফিল থাকে, তাই এদের সবুজ দেখায়এছাড়া এতে ক্ল্যারোটিনয়েড নামে এক ধরনের রঞ্জক থাকে।  

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি