Loading..

খবর-দার

২১ অক্টোবর, ২০২১ ০৪:৩৪ অপরাহ্ণ

আকাশে বিমান উড়লে মাটিতে তার ছায়া পড়ে না কেন?

আকাশে বিমান উড়লে মাটিতে তার ছায়া পড়ে না কেন? আকাশে বিমান উড়লে মাটিতে তার ছায়া পড়ে না কেন? খুব মজার প্রশ্ন। আকাশে বিমান উড়ে যেতে দেখি। কিন্তু খুব কম মানুষের মধ্যেই এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি ওঠে। তাই শুরুতেই এই তাত্পর্যপূর্ণ প্রশ্ন করার জন্য যায়েদ মোহাম্মদ আব্দুল্লাহকে ধন্যবাদ জানাই। এখন উত্তর দেওয়া যাক। ধরি, বিমানটি এক হাজার ফুট উঁচু দিয়ে উড়ে যাচ্ছে। যেহেতু এর আকার তুলনামূলকভাবে ছোট, তাই সূর্যের আলোয় এর ছায়া একটি কোণের মতো নিচে বিস্তৃত হয়ে একটি বিন্দুতে মিলিত হয়ে আবার দুই পাশে ছড়িয়ে পড়বে। এই বিন্দুর ওপরের দিকের কোনাকৃত অংশে সূর্যের আলো পড়বে না, তাই প্রকৃত ছায়ার অংশ মাটি থেকে অনেক উঁচুতে থাকবে। এর নিচে ছায়ার বিস্তৃত অংশে সূর্যের আলো পড়বে, তাই ছায়া হালকা হয়ে যাবে। আর ভূপৃষ্ঠ পর্যন্ত আসার আগেই সেই হালকা ছায়াও সূর্যের আলোয় আলোকিত হয়ে যাবে। তাই মাটি থেকে আমরা বিমানের ছায়া দেখতে পাই না। সে তুলনায় মেঘ আমাদের মাথার ওপরে, বিমানের চেয়ে অনেক নিচেই থাকে। এর আকারও বিমানের তুলনায় বড়। তাই মেঘের ছায়া মাটি পর্যন্ত পৌঁছায়।

আকাশে বিমান উড়লে মাটিতে তার ছায়া পড়ে না কেন?


আকাশে বিমান উড়লে মাটিতে তার ছায়া পড়ে না কেন?

খুব মজার প্রশ্ন। আকাশে বিমান উড়ে যেতে দেখি। কিন্তু খুব কম মানুষের মধ্যেই এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি ওঠে। তাই শুরুতেই এই তাত্পর্যপূর্ণ প্রশ্ন করার জন্য যায়েদ মোহাম্মদ আব্দুল্লাহকে ধন্যবাদ জানাই। এখন উত্তর দেওয়া যাক। ধরি, বিমানটি এক হাজার ফুট উঁচু দিয়ে উড়ে যাচ্ছে। যেহেতু এর আকার তুলনামূলকভাবে ছোট, তাই সূর্যের আলোয় এর ছায়া একটি কোণের মতো নিচে বিস্তৃত হয়ে একটি বিন্দুতে মিলিত হয়ে আবার দুই পাশে ছড়িয়ে পড়বে। এই বিন্দুর ওপরের দিকের কোনাকৃত অংশে সূর্যের আলো পড়বে না, তাই প্রকৃত ছায়ার অংশ মাটি থেকে অনেক উঁচুতে থাকবে। এর নিচে ছায়ার বিস্তৃত অংশে সূর্যের আলো পড়বে, তাই ছায়া হালকা হয়ে যাবে। আর ভূপৃষ্ঠ পর্যন্ত আসার আগেই সেই হালকা ছায়াও সূর্যের আলোয় আলোকিত হয়ে যাবে। তাই মাটি থেকে আমরা বিমানের ছায়া দেখতে পাই না। সে তুলনায় মেঘ আমাদের মাথার ওপরে, বিমানের চেয়ে অনেক নিচেই থাকে। এর আকারও বিমানের তুলনায় বড়। তাই মেঘের ছায়া মাটি পর্যন্ত পৌঁছায়।