Loading..

মুজিব শতবর্ষ

২২ অক্টোবর, ২০২১ ১০:১৬ পূর্বাহ্ণ

কুমিল্লা এগিয়ে গেলে, এগিয়ে যাবে দেশ। কুমিল্লা নামে বিভাগ চাই, অন্য নামে দরকার নাই।

কুমিল্লা এগিয়ে গেলে,
এগিয়ে যাবে দেশ।
কুমিল্লা নামে বিভাগ চাই,
অন্য নামে দরকার নাই।

# অসমাপ্ত আত্মজীবনী বইয়ে বঙ্গবন্ধু লিখেছেন, "হাজী গিয়াসউদ্দিন" নামে একজন বন্ধু ছিল আমার। তাঁর বাড়ি কুমিল্লায়। যখন আর কোথাও টাকা জোগাড় করতে পারি নাই, তখন তার কাছে গেলে কখনও আমাকে খালি হাতে ফিরে আসতে হয় নাই। "
.
# কুমিল্লা মানেই মোস্তাক নয়, তৎকালীন পাকিস্তানের প্রাদেশিক পরিষদে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার জোরালো দাবি যে ধীরেন্দ্রনাথ_দত্ত উত্থাপন করেছিলেন তার বাড়ি এই কুমিল্লায়। এমনকি পরবর্তীতে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এনে দিতে অগ্রণী ভূমিকা রেখেছে কুমিল্লারই দুইজন সন্তান। বঙ্গবন্ধু হত্যা মামলার ইনডেমিনিটি বাতিল বিল সংসদে প্রথম তুলেন #কুমিল্লার আব্দুল মতিন খসরু।
বঙ্গবন্ধুর খুনিদের আপিল খারিজ করে মৃত্যুদন্ডের আদেশ দেন তখনকার প্রধান বিচারপতি #কুমিল্লার (তফাজ্জল ইসলাম)।
#বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান
আইনজীবী #কুমিল্লার সিরাজুল হক।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বাদী পক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান #কুমিল্লার। যে জাতীয় পতাকাকে আমরা দাঁড়িয়ে সম্মান করি আমাদের অতি প্রিয় এই লাল-সবুজ পতাকার ডিজাইনার শিব নারায়ণ দাসের বাড়িও এই #কুমিল্লায়। মহান মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশে মোট ১১ টি সেক্টর থাকলেও শুধু #কুমিল্লাতেই ছিলো ২ টি সেক্টর! #কুমিল্লা_জিলা_স্কুলের নবম শ্রেণীর ছাত্র #আবু_জাহিদ মুক্তিযুদ্ধে দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছিল! এরকম আরো সহস্রাধিক শহীদ শায়িত রয়েছেন কুমিল্লার মাটিতে।
.
***"জননী সহসিকা" বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহিলা-কবি "একাত্তরের ডায়রি"-এর রচিয়তা কবি সুফিয়া কামালের বাড়ি #কুমিল্লা,
বৃটিশ ভারতে একমাত্র নারী হিসেবে " নওয়াব" খেতাবপ্রাপ্ত #নওয়াব_ফয়জুন্নেসার বাড়ি #কুমিল্লা,
প্রধানন্ত্রীর কার্যালয়ের বর্তমান মুখ্যসচিব ও ছাত্রলীগের দলীয় সঙ্গীতের রচিয়তা ড. কামাল আব্দুল নাসের চৌধুরীরর বাড়ি #কুমিল্লা
এই #কুমিল্লা সুর সম্রাট শচীন দেব বর্মণ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আখতার হামিদ খান প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গের স্মৃতিধন্য।
.
***কুমিল্লায়ই আছে দেশের একমাত্র "প্রত্নতাত্ত্বিক জাদুঘর", কুমিল্লায়ই আছে "শালবনবিহার", "আনন্দবিহার",
একমাত্র কুমিল্লায়ই আছে বিখ্যাত "কুমিল্লার রসমালাই" যার নাম শোনা মাত্র জিবে জল আসে। একমাত্র কুমিল্লায়ই আছে "কুমিল্লার খাদি" কাপড়, যা সারা বিশ্বে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয়।
"কুমিল্লার শীতল পাটি" আর "দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধির ক্ষেত্রের" কথা না-ই বা বললাম।
একমাত্র #কুমিল্লা জেলাই চট্টগ্রাম বিভাগের অধীনে থেকেও এই বিভাগীয় শিক্ষাবোর্ড ছাড়াও নিজের আলাদা " #কুমিল্লা_শিক্ষা_বোর্ড" নামে শিক্ষাবোর্ড আছে। বাংলাদেশে এমন নজির কোনো জেলায় নেই।
এমনকি কুমিল্লাই একমাত্র জেলা যা, বিভাগ না হওয়া সত্ত্বেও নিজস্ব #বিপিএল টিম আছে #কুমিল্লা_ভিক্টোরিয়ান্স ?।

"ব্যক্তি-জীবন" আর "রাজনৈতিক- জীবন" সম্পূর্ণ আলাদা বিষয়।
আমি কুমিল্লার ছেলে, আমি বাঙালি,
#বাংলাদেশ_আমার_দেশ;
#ভালবাসায়_কুমিল্লা
এটাই আমার শিকড়, এটাই আমার গর্ব,
এটাই আমার পরিচয়।


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি