প্রকাশনা

জহির উদ্দিন মোহাম্মদ বাবরের জীবনী।

মোঃ নূর - ই- আলম ছিদ্দিকী ২২ অক্টোবর,২০২১ ২১২ বার দেখা হয়েছে লাইক কমেন্ট ৪.০০ রেটিং ( )

জহির উদ্দিন মোহাম্মদ বাবরের জীবনী সম্পর্কে ধারণা লাভ করতে পারবে।

তার শাসনামলের উল্লেখযোগ্য বিষয় গুলি জানতে পারবে।

তার জাতীসত্বা ও তার চরিত্রের গুণ ও দোষাবলী সম্পর্কে বলতে পারবে। 


জহির উদ্দিন মোহাম্মদ বাবর  ১৪৮৩ সালের ১৪ ফেব্রুয়ারী ফারগানা প্রদেশের আন্দিজান শহরে জন্মগ্রহন করে ।  ফারগানা বর্তমানে উজবেকিস্তান নামে পরিচিত। তিনি ফারগানা প্রদেশের শাসনকর্তা ওমর মির্জার বড় পুত্র ছিলেন। তার স্ত্রী কুতলুক নিগার আনাম ইউনূস খান এর কন্যা ছিলেন।মঙ্গলদের থেকে উদ্ধুত বারলাস উপজাতিতে বেড়ে উঠলেও বাবরের জাতিতে তুর্কি ও পারস্য সংস্কৃতির সংমিশ্রণ ছিল। এই অঞ্চলগুলো পরবর্তীতে ইসলামিক জাতিতে পরিণত হয় এবং তুরকএস্থান এবং খোরাসান নামে পরিচিত লাভ করে। বাবরের মাতৃভাষা ছিল চাঘাতাই যা তার কাছে তুর্কি ভাষা নামে পরিচিত ছিল। এছাড়া তিমুরীয় বিত্তবানদের প্রধান ভাষা পার্সিও তার দখল ছিল। তিনি চাঘাতাই ভাষাতে তার আত্মজীবনী “বাবরনামা” লিখেছেন, যার ভাষা, বাক্য গঠন, শব্দ মূলত পারস্য ভাষার অনুসারী।

মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
মোছা : মারুফা জাহান
০৩ নভেম্বর, ২০২১ ১০:৫৪ অপরাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিং সহ শুভ কামনা।


মো: হোসেন আলী
২৪ অক্টোবর, ২০২১ ০১:০৪ অপরাহ্ণ

আপনার ভা‌লো কা‌জের ধারা অব্যাহত থাকুক, বাতায়ন আরও সমৃদ্ধ হোক। পূর্ণ রে‌টিংসহ শুভকামনা রইল।


মোঃ মানিক মিয়া
২৪ অক্টোবর, ২০২১ ০৮:৪৮ পূর্বাহ্ণ

আসসালামু আলাইকুম প্রিয় স্যার/ ম্যাডাম।আশা করি সবাই মহান সৃষ্টি কর্তার মেহেরবানিতে ভাল আছেন।আমিও ভাল আছি ইনশাআল্লাহ ।তবে আজকের এই উপরোক্ত কন্টেন্টটি দেখে মনে হয় খুবেই চমৎকার আকর্ষণীয় ও মানসম্মত হয়েছে।এ জন্য লাইক ও রেটিং না দিয়ে পারলাম না। সেই সাথে আমার কন্টেন্ট ও ব্লগ গুলি দেখে সুচিন্তিত ও গঠনমূলক ফিডব্যাক আশা করছি। https://www.teachers.gov.bd/content/details/1156752


মোঃ মামুনুর রহমান
২৩ অক্টোবর, ২০২১ ০৫:৪৫ অপরাহ্ণ

মানসম্মত, দৃষ্টিনন্দন ও প্রকাশনা প্রকাশিত তৈরি করে শিক্ষক বাতায়নকে সমৃদ্ধ করার জন্য লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনারই। পাশাপাশি এই পাক্ষিকে আমার আপলোডকৃত ৭৫-তম কনটেন্ট ও ব্লগগুলো পর্যবেক্ষণ করে লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার মতামত এবং গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদানের জন্য আপনার নিকট ও বাতায়নপ্রেমী সকলের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। Batayon ID: mamunggghsc10, My Content Link: https://www.teachers.gov.bd/content/details/1157150