Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৪ অক্টোবর, ২০২১ ১১:০৪ অপরাহ্ণ

পড়ে পাওয়া

 ’পড়ে পাওয়া’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প। এটি নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এ গল্পে কিশোররা কুরিয়ে পাওয়া অর্থসম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি। বরং তারা তাদের বয়সের চেয়ে বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এই গল্পে কিশোরদের ঐক্য চেতনার যেমন পরিচয় পাওয়া যায় তেমনি তাদের উন্নত মানবিক বোধেরও প্রকাশ ঘটেছে। কিশোররা যখন ঐক্যবদ্ধ হয় সিদ্ধান্ত গ্রহণ করে তখন তাদের মধ্যে যে বেশি বুদ্ধিমান বিবেচক তাকে মান্য করে তার উপর আস্থা স্থাপন করে। এটি এগল্পের একটা গুরুত্বপূর্ণ দিক। দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোভাসার চিত্রও ফোটে উঠেছে এ গল্পে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি