Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৬ অক্টোবর, ২০২১ ১২:০০ পূর্বাহ্ণ

মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের পেশাগতসক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ডিজিটাল কনটেন্ট তৈরীসহ আইসিটি বিষয়ক প্রশিক্ষণ।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা, কলারোয়া, সাতক্ষীরা এর আয়োজনে, উপজেলা পরিচালন ও ‍উন্নয়ন প্রকল্প, স্হানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন‌্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায়, উপজেলা মাধ‌্যমিক শিক্ষা অফিস ,কলারোয়া সাতক্ষীরার বাস্তবায়নে

মাধ‌্যমিক বিদ‌্যালয়ের শিক্ষকদের ডিজিটাল কন্টেট তৈরী ও পাঠদান বিষয়ক প্রশিক্ষন,  স্হান উপজেলা পরিষদ অডিটোরিয়াম ,কলারোয়া সাতক্ষীরা

তারিখঃ ২৫/১০/২০২১থেকে ৩০/১০/২০২১খ্রিঃ তারিখ পর্যন্ত, সময়ঃ সকাল৯টা থেকে বিকাল ৫ টা এর প্রথমদিন পার হলো।

প্রশিক্ষকবৃন্দ ছিলেন যথাক্রমে জনাব, মোঃ হারুন-আর রশিদ, উপজেলা সহকারি মাধ‌্যমিক শিক্ষা অফিসার, জনাব,মোঃ মোস্তাফিজুর রহমান,সিনিয়র শিক্ষক, হঠাৎগঞ্জ মাধ‌্যমিক বিদ‌্যালয়, জনাব, মোঃ সামসুর রহমান, সিনিয়র শিক্ষক, দমদম মাধ‌্যমিক বিদ‌্যালয়, জনাব, মোঃ নাজমুল হুদা সিনিয়র শিক্ষক, লাঙ্গলঝাড়া সম্মিলিত মাধ‌্যমিক বিদ‌্যালয়, জনাব, মোঃহুমায়ূন কবীর সিনিয়র শিক্ষক, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ‌্যমিক বিদ‌্যালয়,এবং জনাব, তাপস কুমার দাশ,একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ‌্যমিক শিক্ষা অফিস, কলারোয়া,সাতক্ষীরা।

এ সময় অন‌্যান‌্যের মধ‌্যে উপস্থিত ছিলেন জনাব, মোঃ আমিনুল ইসলাম (লাল্টু), উপজেলা চেয়ারম‌্যান, কলারোয়া, উপজেলা ভাইস চেয়ারম‌্যান,শাহনাজ নাজনিন (খুকু) কলারোয়া ,জনাব, জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী আফিসার, কলারোয়া, জনাব, মোঃ আব্দুল হামিদ, উপজেলা মাধ‌্যমিক শিক্ষা অফিসার,কলারোয়া, জনাব, মোঃ হারুন-আর রশিদ, উপজেলা সহকারি মাধ‌্যমিক শিক্ষা অফিসার,কলারোয়া, তাপস কুমার দাশ,একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ‌্যমিক শিক্ষা অফিস, কলারোয়া,সাতক্ষীরা।

আরো দেখুন