Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩০ অক্টোবর, ২০২১ ০৭:৪১ অপরাহ্ণ

ব্যবসায়ের নৈতিকতা

ব্যবসায়ে বর্তমানে নৈতিকতার বড়ই অভাব। এই অনৈতিক ব্যবসায়ীদের ধরতে হলে, অভিযোগ ব্যবস্থা জোড় দার করতে হবে। এই অনৈতিক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনগণ যাতে অভিযোগ করতে পারে এর সহজ ব্যবস্থা করতে হবে। অনেক ডিপার্টমেন্ট জনগণের অভিযোগ গ্রহণ করেনা তাই, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইমেইল ঠিকানা জনগণের গোচরে আনতে হবে যাতে জনগণ ইমেইল এ তাদের অভিযোগ করতে পারে। এর জন্য অভিযোগ সংক্রান্ত আইন তৈরি করা দরকার। অনৈতিক ব্যবসায়ীদের ধরতে পারলে খুবই বড় ধরনের শাস্তি, বড় অংকের জরিমানা করা সরকারের উচিত তাহলে তারা শাস্তির ভয়ে খারাপ কাজ করবেনা। আর ছোট শাস্তি, কম জরিমানা করলে তারা অনৈতিক কাজ করেই যাবে। এর জন্য দুদককে জেলা পর্যায়ে মামলা করার ক্ষমতা দেয়া দরকার।  দুদককের উপর অন্য কোন ক্ষমতা ধর যাতে নাক গলাতে না পারে তার জন্য খুব বেশি ক্ষমতা দেয়া দরকার জেলা পর্যায়ের দুদককে। ইনশাল্লাহ দেশ থেকে দূর্নীতি দূর হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা, স্বপ্ন পূরণ হবে।  

আরো দেখুন