Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩১ অক্টোবর, ২০২১ ১০:১৮ অপরাহ্ণ

মলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য, মোঃ মিজানুর রহমান, সহকারী শিক্ষক (গণিত)

বৈশিষ্ট্যসম্পাদনা

  • এদের দেহ নরম। নরম দেহটি শক্ত খোলস ম্যান্টল দিয়ে আবৃত।
  • পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে।
  • বহিঃত্বক ,ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়।
  • এরা বৈচিত্র্যপূর্ণ প্রাণী।
  • এরা অধিকাংশই সামুদ্রিক।
  • সিলোমেট,অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিসম।
  • রক্তে হিমোসায়ানিন (haemocyanin) ও অ্যামিবোসাইট (amoebocyte) কণিকা থাকে।
  • দেহে ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে।
  • উদাহরণ- শামুক, অক্টোপাস, ললিগো, সেপিয়া প্রভৃতি।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি